চন্দনা বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন, আপনজন: এবার সুন্দরবনের দুঃস্থ শিশুদের পড়াশুনা ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।এবার সুন্দরবনের দুঃস্থ শিশুদের পড়াশুনা ও সুন্দরবনের প্রকৃতিরক্ষার জন্য উৎসাহ দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের টুপি ও টি শার্ট নিলামের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দিলেন বিরাট। সেই টি শার্ট ও টুপি নিলাম করে সংগৃহীত অর্থ সারা ভারতের পাশাপাশি সুন্দরবন এলাকার দুঃস্থ ও অসহায় শিশু দের পড়াশুনা ও সুন্দরবনের পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে জানিয়েছেন সংস্থার সদস্যরা। গত বছর ও বিরাট নিজের টি শার্ট দান করেছিলেন নিলামের জন্য। বিশ্বকাপে ভারত আফগানিস্থানের সাথে খেলায় যে টি শার্ট তিনি পড়েছিলেন সেটিকে দান করেছিলেন এই সেবামূলক কাজের জন্য। এবারের দেওয়া শার্ট ও টুপি ইতিমধ্যেই মুম্বইয়ের একটি পাঁচতাঁরা হোটেলে গত ১৯ শে সেপ্টেম্বর থেকে নিলামে উঠেছে। এই সামগ্রী থেকে পাওয়া সর্বাধিক অর্থ সাহায্যের জন্য আসবে এবার সুন্দরবনে। দীর্ঘ দিন ধরেই বিরাট আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গো ধার্মিকের বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত। এই সংস্থাকে সমর্থন করেই এ ভাবে প্রতি বছর নিজের ব্যবহৃত খেলার সামগ্রী তুলে দেন তিনি নিলামের জন্য। সেগুলি বিক্রি করেই দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে নানা ধরনের সেবামূলক কাজ করে সংস্থাটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এই সংস্থাটি। গত ১৪ই সেপ্টেম্বর এই সংস্থার পূর্ব ভারতের প্রধান তথা সুন্দরবন বিশেষজ্ঞ দেবব্রত মন্ডলের হাতে চেন্নাইয়ে একটি পাঁচতাঁরা হোটেলে বৈঠকের পর বিরাট নিজের টুপি ও টি শার্ট তুলে দেন তাঁর হাতে। এবিষয়ে দেবব্রত মন্ডল বলেন, “ বিরাট একজন খুব ভালো মনের মানুষ। সারা দেশের পাশাপাশি সুন্দরবনের দুঃস্থ অসহায় ছেলে মেয়েদের শিক্ষার জন্য তিনি যথেষ্ট চিন্তিত। পাশাপাশি চিন্তিত এখানকার পরিবেশ নিয়েও। তাই বারে বারে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আগামীদিনে সুন্দরবনে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন বিরাট।”আর বিরাটের এই ধরনের সহায়তায় খুশি সুন্দরবনের মানুষ ও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct