আপনজন ডেস্ক: বাংলাদেশে এই ভারত দলের কোন তারকাদের নাম বেশি শোনা যায়? অবশ্যই বিরাট কোহলি ও রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনের নাম সে তুলনায় বাংলাদেশে একটু কমই শোনা যায়। তামিম ইকবাল ঠিক এ কথাই বলেছেন জিও সিনেমাকে। বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে তামিমকে। গতকাল চেন্নাই টেস্টে ভারতের ২৮০ রানে জয়ের পর অশ্বিনকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার।
তামিম মনে করেন, ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান রোহিত–কোহলির মতোই গুরুত্বপূর্ণ। তাঁর এই দাবির পক্ষে চেন্নাই টেস্টে অশ্বিনের পারফরম্যান্সও সাক্ষী দিচ্ছে। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ন্যূনতম ৫ উইকেট। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বশেষ পারফরম্যান্সটি টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে।
ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটও এখন অশ্বিনের। আর যদি টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা দেখা হয়, অশ্বিন সেখানে দ্বিতীয়। ১৮ বছরের ক্যারিয়ারে ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে অনিল কুম্বলে। আর অশ্বিন ১৩ বছরেই ১০১ টেস্টে নিয়েছেন ৫২২ উইকেট।
স্ট্রাইক রেট ও বোলিং গড়—দুটোতেই অশ্বিন (৫০.৫১/ ২৩.৭০) কুম্বলের (৬৫.৯৯/ ২৯.৬৫) চেয়ে ভালো অবস্থানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct