আপনজন ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় রবিবার গভীর রাতে এক শিশুসহ অন্তত নয়জন বেসামরিক লোক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা আজ সোমবার এ কথা জানিয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, উদ্ধারকারীরা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী, জাপোরিঝিয়ায় হামলার জন্য রাশিয়া তার কেএবি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে।
রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। এ ছাড়া রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উভয় পক্ষই তাদের আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো যে যুদ্ধ শুরু করেছিল তাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, তাদের বেশিরভাগই ইউক্রেনীয়। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণ করার চেষ্টা করছে এবং একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের সামনে আহতদের উদ্ধার করে রাখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct