আপনজন ডেস্ক: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছে ৭শ’ এরও বেশি অনিয়মিত অভিবাসী। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিপজ্জনক এই চ্যানেল পাড়ি দিয়ে ৭০৭ জন মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ছোট ছোট নৌকায় করে মোট ৭০৭ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছে। এটি এই বছরের এখন পর্যন্ত একদিনে চ্যানেল পাড়ির চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বলে ব্রিটেনের স্বারাষ্ট্র দপ্তর জানিয়েছে। উপকূলে আসা অভিবাসীরা লাইফ জ্যাকেট ও কম্বল পরিহিত অবস্থায় ছিলেন। এ নিয়ে চলতি বছর ছোট নৌকায় ব্রিটেনে আসা অভিবাসীদের সংখ্যা ২৪ হাজার ৩৩৫ জন ছাড়িয়েছে। এর আগে গত ১৮ জুন এক দিনে সর্বোচ্চ ৮৮২ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। ব্রিটিশ হোম অফিসের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, ‘আমরা সবাই বিপজ্জনক ছোট নৌকার পারাপারের অবসান দেখতে চাই৷ এটি সীমান্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, ছোট নৌকায় করে চ্যানেল পারাপার বন্ধ করার জন্য সরকার ইউরোপীয় পুলিশ বাহিনীর সাথে কাজ করবে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে আট জন মারা যান। এতে করে এ বছর এখন পর্যন্ত চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct