সুব্রত রায়, কলকাতা, আপনজন: অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তিহার জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে উনি বীরভূমে ফিরে আসছেন।এটা আমাদের কাছে অবশ্যই যথেষ্ট আনন্দের খবর।
অনুব্রত মণ্ডলকে বিভিন্ন অভিযোগে অন্যায় ভাবে সিবিআই আটকে রেখেছিল। যে কারণের ওপর নির্ভর করে তাকে আটকে রাখা হয়েছিল তার যথেষ্ট প্রমাণ মহামান্য আদালতের কাছে সিবিআই পেশ করতে ব্যর্থ হয়েছে। তাই আবার এটা প্রমাণিত হলো যে,কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তার এজেন্সি মিথ্যা অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডল সহ একাধিক আমাদের দলীয় নেতা কর্মীকে আটকে রেখেছে। সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। আরজি কর ঘটনায় মৃত মহিলা ডাক্তারের ময়না তদন্ত যিনি করেছিলেন,তাকে সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। সেদিনই সিবিআই দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছিলেন ,,,ঐ দিন ময়না তদন্তের জন্য ওসির সই করা কাগজ থাকলেও ডিসির সই করা কাগজ ছিল না। শুধু তাই নয়, সেদিন দ্রুত ময়নাতদন্ত এর প্রক্রিয়া সেরে ফেলার জন্য তাকে হুমকির মধ্যেও পড়তে হয়েছিল।
এ বিষয়ে এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, একটি ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সিবিআই বিষয়টি তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য যে বা যাদেরকে সিবিআই ডেকে পাঠাচ্ছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তাদের সামনে দেওয়া বয়ানের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করে সিবি আই - এর কর্তারা আদালতে তা পেশ করছেন। এটি সম্পূর্ণ গোপন ভাবে করা হয়।তাই জিজ্ঞাসাবাদের স্থল থেকে কেউ বেরিয়ে এসে মিডিয়ার সামনে কে কি বলল তার কোন সারবর্তা নেই। তার কোন গুরুত্ব নেই। যেটি নথি আকারে আদালতের কাছে তুলে ধরা হবে সেটির ভিত্তিতেই বিচার প্রক্রিয়া চলবে। আরজি কর কাণ্ডের জেরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই।
এ প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, যে কোন ঘটনা ঘটলে তার তদন্ত প্রক্রিয়ার স্বার্থে যে কাউকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তার অর্থ কখনো এটা নয়, যে সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। তাই যদি হতো তাহলে প্রায় দেড় বছর পরে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের সময় মহামান্য আদালতের মন্তব্য ছিল,যে অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছিল সেই অভিযোগের সমর্থনে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct