নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: তিহার জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল । মঙ্গলবার বীরভূম জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন অনুব্রত মণ্ডল। এমনটাই সূত্রের খবর। সোমবার ইহার জেলের তিন নম্বর গেট দিয়ে বের হন অনুব্রত মণ্ডল। গেটের বাইরে তাকে হাত ধরে নিয়ে যান মেয়ে সুকন্যা মণ্ডল। বাইরে বেরোনোর পর সাংবাদিকরা প্রশ্ন করেন কিন্তু কোন প্রশ্ন দিয়ে উত্তর দেননি অনুব্রত মণ্ডল। বুধবার রাতেই দিল্লি থেকে বিমানে কলকাতায় পৌঁছান। এরপর সেখান থেকে সড়ক পথে যাবেন বীরভূমে। এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাত দুটো বেজে কুড়ি মিনিটে দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোর চারটে বেজে কুড়ি মিনিটে কলকাতায় পা রাখবেন বীরভূমের বাঘ। এরপর সড়কপথে কলকাতা বিমানবন্দর থেকে জেলার উদ্দেশ্যে রওনা দেবেন অনুব্রত। জেলায় অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে ঢাকি সহ ফুল মালার প্রস্তুতি সেরেছে তৃণমূল কংগ্রেস। তার অনুগামীদের ভিড় জমতে শুরু করেছে বাড়ির সামনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct