আপনজন ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ভারতজুড়ে ঘৃণা ও সহিংসতা ছড়ানোর জন্য ক্ষমতাসীন বিজেপি এবং তাদের আদর্শিক উৎস আরএসএসের সমালোচনা করেছেন। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা পুঞ্চে এক নির্বাচনী জনসভায় তিনি তাদের বিরুদ্ধে জাতি, ধর্ম ও ভাষার মধ্যে বিভাজন তৈরির অভিযোগ করে বলেন, তারা (বিজেপি-আরএসএস) যেখানেই যায়, তারা জাতি, ধর্ম, রাজ্য এবং ভাষার মধ্যে বিভাজন তৈরি করে, সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করে।
রাহুল বলেন, বিজেপি-আরএসএসের ঘৃণার বার্তার বিপরীতে কংগ্রেস ভালোবাসার বার্তায় বিশ্বাস করে। তিনি বলেন, বিজেপি ও আরএসএস যখন ঘৃণা ছড়াচ্ছে, তখন কিছু লোক আছে যারা ‘মহব্বত কি দুকান’ (প্রেমের দোকান) খোলে। কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত আমাদের যাত্রা একটাই বার্তা বহন করেছিল: ঘৃণা কারও উপকারে আসে না। তিনি জোর দিয়ে বলেন, ঘৃণা কেবল ভালবাসা দিয়েই জয় করা যায়।
জম্মু ও কাশ্মীরের জনগণকে আশ্বাস দিয়ে রাহুল বলেন, জনগণ যা চায় এবং যে কাজই করুক না কেন, তিনি সংসদে তাদের উদ্দেশে ভাষণ দিতে প্রস্তুত। তিনি ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীরের জনগণই কেবল আমাকে নির্দেশ দিতে চান। তিনি বলেন, ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলকে (ইউটি) একটি রাজ্যে পরিবর্তন করা হয়েছে। একটি রাজ্যের দুটি অংশও তৈরি করা হয়েছে। কিন্তু ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। আপনার গণতান্ত্রিক অধিকার আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাই আমাদের প্রথম দাবি, ফের একবার আপনাদের রাজ্যের মর্যাদা দেওয়া হোক। গান্ধি প্রতিশ্রুতি দেন, কংগ্রেস বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ প্রয়োগ করবে। রাহুল ঘোষণা করেন যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে আমরা আপনার রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার নিশ্চিত করব। বিরোধী দল আইএনডিআইএ জোট এ দাবি করে বলেও রাহুল গান্ধি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct