আপনজন ডেস্ক: রাশিয়ার প্রধামন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, ইসলাম আমাদের দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাশিয়ার অষ্টম উলামা সম্মেলন ও ২০তম ইসলামি ফোরামে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন।
রোববার ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের মানুষের আবাসভূমি হিসেবে উল্লেখ করে মিশুস্তিন বলেন, রাশিয়ায় প্রতিটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি অপরিসীম সম্মান জানানো হয়। রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে ইসলামকে রাশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ধর্ম হিসেবেও অভিহিত করেন।
রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের উন্নয়ন এবং রুশ সরকারের সাথে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার মুসলিম আলেমদের ভূমিকাকে ‘মূল্যবান’ বলে অভিহিত করেন।
উল্লেখ, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। দেশটিতে প্রায় ২ কোটি মুসলমান বসবাস করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct