আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও উপজাতি ব্যতীত) আইনের অধীনে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) হিসাবে শ্রেণিবদ্ধ করা ৭৭টি সম্প্রদায়কে বাতিল ঘোষণা করা কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলা মামলার ফের শুনানি হবে আজ মঙ্গলবার। কেস নম্বর এসএলপি (সি) নং: ০১৭৭৫৫-০১৭৭৫৫/ ২০২৪। শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কজ লিস্টে মামলার শুনানির তালিকায় ৩১৯ নম্বরে রয়েছে। মূল মামলাটি পশ্চিমবঙ্গ সরকার বনাম অমলচন্দ্র দাসেরে হলেও তাতে এ সম্পর্কিত আরও আটটি মামলা যুক্ত করা হয়েছে। তারা হল: ওয়েস্টবেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম, সেখ সেরাফুদ্দিন, তুহিনা পারভিন, নওশাদ সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, তায়েদুল ইসলাম ও আত্মদীপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct