নিজস্ব প্রতিবেদক , কলকাতা আপনজন: রাজ্য প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন শুভঙ্কর সরকার ৷ নয়া সভাপতিকে বিজেপি বিরোধিতায় সরব হওয়ার আহ্বান জানালেন ‘পশ্চিমবঙ্গ নাগরিক সমাজে’র মুখ্য উপদেষ্টা রঞ্জন চক্রবর্তী ৷ উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট তৈরি হলেও ফলপ্রসূ হয়নি বাংলায়। বিজেপি এখানে ভালোই ফল করেছিল ৷ বিজেপির বিরুদ্ধে বাংলায় জোট না হওয়ার বড় কারণ হিসেবে কংগ্রেস, বাম নেতৃত্বদের দ্বারা প্রতিনিয়ত তৃণমূলের আক্রমণকেই দায়ী করেছেন বিশ্লেষকরা ৷ আঙুল উঠেছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেও ৷ ফলত অধীরের অপসারণে আগামী দিন বাংলায় বিজেপি বিরোধী শক্তি মজবুত হবে বলে মনে করছে ‘ পশ্চিমবঙ্গ নাগরিক সমাজে ৷’
সংগঠনের মুখ্য উপদেষ্টা রঞ্জন চক্রবর্তী বলেন, ‘এবার আমরা নিশ্চয়ই বিজেপি বিরোধী অবস্থানটা তার কাছে আশা করতে পারি ৷ যে ভুল গত নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস করেছিল সেই ভুল নিশ্চয়ই শুভঙ্কর বাবু আর করবেন না । নিশ্চয়ই বিজেপি বিরোধী অবস্থানের জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যেটা করার প্রয়োজন নিশ্চয়ই সেটা করবেন । রঞ্জন বাবু আরও বলেন, কংগ্রেস যদি গত লোকসভা নির্বাচনে জাতীয় দায়িত্ব পালন করত তাহলে হয়তো বিজেপির পক্ষে এই সরকারটাও তৈরি করা সম্ভব হতো না ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct