নিজস্ব প্রতিবেদক, কলকাতা আপনজন: এত প্রচার এবং দুপাশে কাঁটাতারের বেড়া তবুও আটকানো যাচ্ছে না দুর্ঘটনা। ফের কলকাতার মা ফ্লাইওভার মোটরসাইকেল চালকদের জন্য হয়ে উঠেছে আতঙ্কের সেতু। তপসিয়া, তিলজলা এলাকার একদল যুবক নিষিদ্ধ চাইনিজ সুতো নিয়ে মেতে উঠছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায়। আর এর ফলে নিত্য অঘটন ঘটছে ব্যস্ততম মা ফ্লাই ওভারে।মা ফ্লাইওভারে চাইনিজ মাঞ্জা সুতোয় রবিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহী এক পুলিশ অফিসার। রক্তাক্ত অবস্থায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নাম শাহনোয়াজ আলী। বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনি। চলন্ত অবস্থায় উড়ে আসা ঘুড়ির নিষিদ্ধ চাইনিজ সুতোর টানে ছিটকে পড়েন মোটরসাইকেল থেকে। রক্তাক্ত হন তিনি। কপাল জোরে পেছনে ছুটে আসা চলন্ত গাড়ি গুলি থমকে না গেলে অকালে প্রাণ চলে যেত ওই পুলিশ অফিসারের। কলকাতা পুলিশের ট্রাফিক দফতরের পক্ষ থেকে বারবার সচেতনতা প্রচার চালানো হয়েছে তিলজলা, তপসিয়া এইসব এলাকায়। কিন্তু তারপরেও হুশ ফিরছে না একদল যুবকের। তাই এদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন মা ফ্লাইওভার দিয়ে চলাচল করা মোটরসাইকেল চালকরা। প্রয়োজনে গ্রেপ্তার করা এবং আদালতে পাঠিয়ে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছেন সকলে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগেও মা ফ্লাইওভারে এই ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঝরেছে রক্ত। ভয়ংকর ভাবে গলা কেটে যাওয়ার দুর্ঘটনা ঘটে এর আগে। রবিবার ও এক পুলিশ অফিসার এই দুর্ঘটনার কবলে পড়লেন। কিন্তু এরপরেও এই নিষিদ্ধ চায়না সুতোর ব্যবহার বন্ধ হবে কি? চেতনা ফিরবে কি তিলজলা তপসিয়া এলাকার একদল যুবকের ?এসব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct