নিজস্ব প্রতিবেদক , ঘাটাল আপনজন: মাইথন জলাধার ফের ৩০ হাজার কিউসেক ও পাঞ্চেত ২০হাজার কিউসেক জল ছাড়ল। মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি কর্তৃপক্ষ। এদিকে,ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান। শুধু এবার নয়, বছরের পর বছর ঘাটালে এই পরিস্থিতি তৈরি হয়। এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কিভাবে থাকা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেজন্যই আমি এসেছি, ঘাটালের বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে বলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দেই না কেন, যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে কষ্টটা কি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই। এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। কেউ কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার। অপরদিকে মন্ত্রী জাভেদ খান বলেন, এলাকায় বোটসহ যাবতীয় মেশিনারি আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি। এখানকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে। তবে অনেক বড় বন্যাকে খুব তাড়াতাড়ি মোকাবেলা করা সম্ভব নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন। জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। আমরাও এসেছি, আবারো প্রয়োজনে আসবো। ঘাটালের মানুষকে বন্যা কবলিত এলাকার থেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। এদিন মন্ত্রী জাভেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিডবোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় যান মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন। অন্যদিকে,উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্যা কবলিত ঘাটাল এলাকায় দূর্গতদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে জল ,ওষুধ পাঠানো হল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রান পাঠানো হয়। নৈহাটি পৌরসভা থেকে এই ত্রান পাঠানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct