সারিউল ইসলাম , লালগোলা আপনজন: লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে গিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। রবিবার বিকেলে লালগোলা ব্লকের তারানগর এলাকায় পদ্মা ভাঙন পরিদর্শনে যান সাংসদ। পরিদর্শনে পর ভাঙনে ঘরছাড়া ৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ভাঙন পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ অন্যান্যরা।
পরে সাংবাদিকদের খলিলুর রহমান বলেন, ‘ভাঙন রোধে যা কাজ হচ্ছে সবটাই রাজ্য সরকারের কাজ। কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার জানিয়েছি ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যেভাবে ভাঙন হচ্ছে, সেটি প্রতিরোধ করা হোক। কেন্দ্রীয় সরকার কোন কাজ করেনি। ২০০৫ সালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল, ২০১৭ সালে বিজেপির সরকার তা রাতারাতি বাতিল করে দেয়। এবারের কেন্দ্রীয় বাজেটে বিহারের ভাঙন রোধে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হলেও বাংলা শুধু বঞ্চনা পেয়েছে।’
জুলাই মাসে সংসদ ভবনে ভাঙন নিয়ে সরব হওয়ার ভিডিও প্রকাশ করে খলিলুর রহমান বলেন, ‘১৮তম লোকসভার প্রথম অধিবেশনে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত পদ্মা ও গঙ্গা ভাঙনের কথা তুলে ধরেছিলাম। বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা সংসদে কিছু বলেনি। ভাঙন নিয়ে শুধুমাত্র তৃণমূল সংসদে সরব হয়েছে। আমরা যথাসাধ্য ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ রবিবার লালগোলার তারানগরে ভাঙন পরিদর্শনে এসে কার্যত কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct