আরবাজ মোল্লা ,নদিয়া আপনজন: নদীর জল খালে ঢুকে ভেসে গেল পাঁচটি গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে, দুশ্চিন্তায় গ্রামবাসীরা।ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম।জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা, খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষ। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা।গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জনমগ্ন হয়েছে নদীয়ার বিত্তীর্ণ এলাকা। পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের। জলমগ্ন হচ্ছে একের পড়া গ্রাম,যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার, কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। একাংশ মানুষের দাবী, আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে।যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা।বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল,ক্ষতি হয়েছে ফসল,এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষীদের।অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের।এমত পরিস্থিতিতে জ্বল যন্ত্রণাই রয়েছে গ্রামের মানুষগুলি।পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট,সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য।সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে। এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে পাঁচটি গ্রামের মানুষ মুক্তি পায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct