জে হাসান , বারুইপুর আপনজন: আর জি কর কান্ড নিয়ে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন আট থেকে আশি। এই পরিস্থিতি কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফিরতে আবেদন জানিয়েছিলেন। তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন নি। তবে এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উৎসবে ফেরার আবেদন নিয়ে পথে নামলেন বারুইপুর দুর্গাউৎসব সমন্বয় কমিটির সদস্যরা। রবিবার বিকেলে বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর রাসমাঠ পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা। বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভা স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় দুশো পুজো কমিটি এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই পদযাত্রার উদ্যোক্তাদের দাবি, রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষ বন্যা কবলিত। মন ভালো নেই কারও। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে। সারা বছর ধরেই মানুষ এই পুজোর দিকে তাকিয়ে থাকেন। আর তাঁদের কথা মাথায় রেখেই মানুষ যাতে উৎসবে অংশগ্রহণ করেন সেই আবেদন জানান উদ্যোক্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct