নিজস্ব প্রতিবেদক , নদিয়া আপনজন: শনিবার সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার কে তারপরই রবিবার বৈকাল ৩:০০ টার সময় নদীয়া জেলার চাপড়া ব্লক কংগ্রেস কমিটির তরফে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক ও মুখপাত্র তথা চাপড়ার ভূমিপুত্র আসিফ খান। তিনি বলেন, আমরা অত্যন্ত খুশি যে ছাত্র পরিষদ থেকে উঠে আশা একজন লড়াকু কংগ্রেস নেতাকে রাজ্য সভাপতি করছে দল তাছাড়া আগামীদিনে আমরা ছাত্র -যুবরা এই সভাপতির নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যকে পুনরায় কংগ্রেসময় করে তুলবো তার সঙ্গে কেন্দ্রের সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত শক্তি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জেলা থেকে ব্লকে লড়াই আরো তীব্রতর করে তুলব এবং আগামী ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা একা লড়াই করে কংগ্রেস সরকার গঠন করবো। উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন চাপড়া ব্লক কংগ্রেস কমিটির অস্থায়ী সভাপতি নাসিরউদ্দিন সেখ, নদীয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সেরিনা খান, কংগ্রেস নেতা আলিবুদ্দীন খান, নাসিম আহমেদ, রহিদুল মন্ডল, ব্লক যুব সভাপতি ইমরান সর্দার, ব্লক মহিলা সভানেত্রী ঝরনা মন্ডল, ব্লক সেবা দলের চিফ ইয়ামিন বিশ্বাস,ব্লক সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জিন্দার আলি সেখ, বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপালি মন্ডল সহ সমস্ত ব্লক ও অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব । এদিন প্রায় কয়েকশো জনের উপস্থিতিতে এই ব্লক সাংগঠনিক বৈঠক সমাপ্ত হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct