আপনজন ডেস্ক: রবিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন, দেশ রামরাজ্যের দিকে এগোচ্ছে। দমন ও দিউয়ের ঘোঘলায় প্রধানমন্ত্রী আবাস (শহুরে) ফ্ল্যাটের উদ্বোধন করার সময়, উপরাষ্ট্রপতি জাতীয় নেতৃত্বের গভীর প্রভাবের কথা প্রতিফলিত করে বলেন, যদিও একটি নামের মধ্যে অনেক কিছু রয়েছে, তবে ‘নর’ প্লাস ‘ইন্দ্র’, ‘নরেন্দ্র’ নামটি সবকিছুই সম্ভব করেছে।
আবাসন উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে ধনকর বলেন, বিভিন্ন সরকারি উদ্যোগের আওতায় এই অঞ্চলে ২১ হাজারেরও বেশি বাড়ি অনুমোদন ও নির্মাণ করা হয়েছে। তিনি দেশে উল্লেখযোগ্য পরিবর্তনের উপর জোর দিয়েছিলেন এবং এই অগ্রগতির জন্য জাতীয় নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, এখানকার বিশেষত্ব হল, যা অনুমোদন পায় তা বাস্তবে পরিণত হয়। দেশে সব কিছু কেন সম্ভব হচ্ছে? কারণ যিনি এটা সম্ভব করছেন, তিনিই দেশকে নেতৃত্ব দিচ্ছেন।
পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারের জন্য দেশের কয়েকটি সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রাপকদের নির্বাচনের ক্ষেত্রে গত দশকে যে গভীর পরিবর্তন দেখা গেছে তা স্বীকার করে মন্তব্য করেন, গত ১০ বছরে একটি বড় পরিবর্তন এসেছে। এখন, এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপকরা হলেন যারা সত্যিকার অর্থে যোগ্য। সারা দেশের মানুষ এখন বলছে যে সঠিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,এই অগ্রগতি “রামরাজ্য”-এর দিকে ভারতের যাত্রার প্রতীক। এর থেকেই বোঝা যাচ্ছে দেশ বদলাচ্ছে এবং রামরাজ্যের দিকে এগোচ্ছে। এই শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তনের কেন্দ্র হিসাবে ভারতের উত্থানের কথা উল্লেখ করে ধনকর বলেন, যারা বড় চিন্তাভাবনা করে তারা ভারতকে বিশ্বের প্রধান কেন্দ্র বানিয়েছে। ভারতের মতো দেশ আর কোথাও নেই। আমি এটা বলছি না– বড় বড় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এই রূপান্তরকে স্বীকার করছে। একটি বিশাল পরিবর্তন, যা আগে অকল্পনীয় ছিল তা উন্মোচিত হচ্ছে।
রূপান্তরমুখী প্রশাসনের উপর জোর দিয়ে ধনকর দেশজুড়ে পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবায় অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আপনারা কি কখনও কল্পনা করতে পেরেছিলেন যে, সরকারের সহায়তায় এতো শক্তিশালী আওয়াজ উঠে আসবে যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, গ্যাস সংযোগ এবং শৌচাগার থাকবে? আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌর বিদ্যুতের ব্যবস্থাও চালু করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct