নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: ৩৬ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাবা গোবিন্দ নামক ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার হল নিখোঁজ নয়জন মৎস্যজীবীর মধ্যে আটজনের নিথর দেহ। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক বিজন মাইতি এবং লোকসভার সাংসদ বাপি হালদারের উপস্থিতিতে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে এক এক করে আটটি দেহ বেরিয়ে আসে। বঙ্গোপসাগর থেকে ওই টলারটি টেনে আনা হয়েছিল লুথিয়ান দ্বীপের কাছে। সেখান থেকে স্পিডবোর্ড ও ছোট নৌকার মাধ্যমে ওই মৃতদেহ গুলি আনা হয় হরিপুর খেয়া ঘাটে, লুথিয়ান-ডিপে উদ্ধার কাজে যায় সুন্দরবন পুলিশ জেলা এসপি কোটেশ্বর রাও ও এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি সঙ্গে ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। মৃতদেহগুলি হরিপুরে ঘাটে নৌকায় করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের মধ্যে মৃতদের পরিবারের কান্নার রোল ভেসে ওঠে। হরিপুর ঘাটে তদারকি করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা জেলা পরিষদে সহ-সভাপতি সীমন্ত মালি ও মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার।এখনো পর্যন্ত একজনের কোন সন্ধান মেলেনি বলে জানালেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোবার ক্যাপ্টেনের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার কোটেশ্বর রাও। মৃতদেহগুলি কাকদ্বীপে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার আগে মৃতদেহগুলিকে চিহ্নিত করার জন্য পরিবারের লোকজনকে এনে মৃতদেহ চিহ্নিত করার কাজ করেছেন প্রশাসনের পক্ষ থেকে। চিহ্নিতকরণের পথ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে সরকারি কাগজপত্র। মৃত মৎস্যজীবী পরিবারদের আর্থিক সহযোগিতা করবে রাজ্য সরকার এমনটাই জানালেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।। এদিন মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তার একটি দল এই উদ্ধার কাজে পুরো বিষয়টি তদারকি করা হয়। মৃত মৎস্যজীবী পরিবারদের যাতে আর্থিক সহযোগিতা করা যায় এবং তাদের পরিবারদের যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে পাশে থাকবেন বলে আশ্বাস দেন। কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। কাকদ্বীপ হাসপাতাল চত্বরে মৃত মৎস্যজীবী পরিবারদের লোকজন প্রিয়জনকে হারানোয় কান্নায় ভেঙে পড়েন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct