নিজস্ব প্রতিবেদক, বহরমপুর আপনজন: শনিবার চাতক ফাউন্ডেশন আয়োজিত ন্যায় বিচারের দাবিতে জেলার সাংস্কৃতিক জগতের মানুষ, ‘মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘ’ বহরমপুরে একত্রিত হয়ে কথা, গান ও কবিতাপাঠে আওয়াজ তুললেন । ন্যায় বিচারের দাবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার বিশিষ্ট সাহিত্যিক তথা লোকশিল্পী সুশান্ত বিশ্বাস । ন্যায় বিচারের দাবির মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবেত্তা তথা চাতক ফাউন্ডেশনের চেয়ারপারসন খাজিম আহমেদ। সকলকে স্বাগত জানিয়ে এ দিনের আয়োজনের সূচনা করেন ফাউন্ডেশনের সম্পাদক শেখ মফেজুল। রাজ্য সহ সারা দেশজুড়ে যেভাবে খুন, ধর্ষণ, পিটিয়ে হত্যা, শ্রমজীবী মানুষের প্রতি বর্বর নির্যাতনের প্রতিবাদে ন্যায় বিচারের মঞ্চ মুখরিত হয় । এদিন কথা, গান, কবিতার মধ্যে দিয়ে সার্বিক ন্যায় বিচারের দাবিতে সাংস্কৃতিককর্মীদের আরো সঙ্ঘবদ্ধ হওয়ার কথা সকলে উল্লেখ করেন। কথা, কবিতায় তিলোত্তমা সহ বিশিষ্ট চিকিৎসক কাফিল আহমেদ, বাংলার ছেলে সাবির মল্লিক, আসিফা খাতুন, সম্প্রদায়িক কারণে যারা নিহত, দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে যারা মৃত সকলের ন্যায় বিচার পাওয়ার কথা উঠে আসে। এই আয়োজনে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন নিখিল বঙ্গ সাহিত্য সমিতির জেলা সম্পাদক তাপসী ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশ সরকার, কবি আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী দিলীপ প্রামানিক, হাসিম আনসারী, জেলার প্রসিদ্ধ বই ব্যবসায়ী মোঃ শামসুল আলম, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক গোলাবুর রহমান ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct