সেখ সামসুদ্দিন ও আব্দুল খাবির, মেমারি আপনজন: পশ্চিমবঙ্গ জমিয়তে উলেমার রাজ্য নির্বাচন এদিন বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সম্পন্ন হয় পূর্ব বর্ধমানের মেমারিতে। পশ্চিমবাংলার প্রতিটি জেলা থেকে আগত কাউন্সিলর সদস্যরা এদিন ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। দিল্লি থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সর্বভারতীয় সহ-সভাপতি জনাব মাওলানা সৈয়দ আসজাদ মাদানী। তিনি তার বক্তব্যে জমিয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সদস্যদের বিশেষভাবে অবহিত করেন। সর্বোপরি তিনি প্রতিটি জমিয়েত কর্মীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় আত্মনিয়োগ করা নির্দেশ দেন। মাওলানা মাদানী এ রাজ্যে প্রাথমিক সদস্য সংখ্যা ২০২৩-২৫ টার্মে ১৬,৯০,৭৪৩ এ পৌঁছবার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য প্রতি তিন বছর অন্তর এই টার্ম নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিনের নির্বাচনী সভায় নতুন টার্মে পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী দবীর হুসাইন, চারজন নির্বাচিত সহ সভাপতি হলেন যথাক্রমে হাফেজ ইয়াকুব, মুফতী নাজমুল হক, মাওলানা মুহাঃ হাজিবউদ্দিন খান ও মাস্টার কাউসার আলী। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল মতিন। রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দিন আহমাদ বিভিন্ন জেলা হতে আগত সদস্যদের সভায় উপস্থিতি দানের জন্য সকলকে সংগঠনের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভার সভাপতি জনাব মুফতী দবীর হুসাইনের দোয়ার মাধ্যমে এদিনের সভার সমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct