মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান আপনজন: পূর্ব বর্ধমানের যে মাটিতে আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু জন্ম গ্রহণ করেছিলেন সেই এলাকায় বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও জন্ম গ্রহণ করেন। দক্ষিণ দামোদরের পর্যটন কেন্দ্র গড়ার বিষয়ে বটুকেশ্বর দত্তের বসতভিটায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান, খণ্ডঘোষের বিডিও অভীক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষের ওসি পঙ্কজ নস্কর , পূর্ব বর্ধমানের ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার শুভদীপ বসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান বলেন, দক্ষিণ দামোদরের মাটি বিপ্লবীদের মাটি। এখানে শুধু স্বাধীনতা সংগ্রামীরাই জন্মগ্রহণ করেননি, ধর্মমঙ্গল কাব্যের কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীও জন্মগ্রহণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct