সারিউল ইসলাম ,মুর্শিদাবাদ আপনজন: প্রায় এক মাস ধরে লালগোলা ব্লকের তারানগর এলাকায় পদ্মা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে সীমান্তের পদ্মা তীরবর্তী এলাকা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যস্থানে চলে যাচ্ছে বাসিন্দারা। গ্রাম ছাড়তে অনিচ্ছুক বাসিন্দাদের ঠাঁই হয়েছে পাড়ার প্রাইমারি স্কুলে। ভাঙন আতঙ্কে নিজেদের ঘরছাড়া বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শনিবার বিকেলে ইমাম সংগঠনের পক্ষ থেকে চিঁড়ে, মুড়ি, বিস্কুট সহ শুকনো খাবার তুলে দেওয়া হয় বাসিন্দাদের হাতে। প্রায় শতাধিক মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বলে জানান ইমাম সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।তিনি আরও বলেন, ‘প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠনকে লালগোলায় ভাঙনে ঘরছাড়া বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি লিখে ভাঙনের বিষয়টি জানাবো।’