সজিবুল ইসলাম ,ডোমকল আপনজন: মুর্শিদাবাদের জলঙ্গিতে আদালতের নির্দেশে ভাঙা হল পিডব্লিউডি’র অধীনে থাকা তিনটি দোকানঘর। শনিবার সকালে জলঙ্গি বাজারের ওই তিনটি দোকানকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে , এলাকার সফিকুল আলম , নুজরুল আলম ও ইকবাল হোসেন নামের তিনজন দীর্ঘদিন ধরে ওই জমির ওপর দোকান ঘর করে ব্যবসা করে আসছিল। তাদের দাবি, দীর্ঘ ৭০ বছর ধরে তারা পরিবারসূত্রে ওই জমির ওপরে ব্যবসা করে আসছিল। ওই দোকান তুলে দেওয়ার জন্য পেছনের জমির মালিক মাসুদ মোল্লা প্রথমে মহকুমা আদালতে একটি মামলা দায়ের করেছিল তার পর সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। অভিযোগ, হাইকোর্টে এখনও ওই মামলা চলছে। এরই মাঝে এর আগে একাধিকবার দোকান ঘর ভাঙতে আসলেও সঠিক অর্ডার দেখাতে না পারায় তা ভাঙতে পারেনি পুলিশ প্রশাসন। তবে শনিবার সকালে পুলিসের তরফে কোর্টের নির্দেশ দেখিয়ে ওই তিনটে ঘর ভাঙ্গার কাজ শুরু হয়। যদিও ওই তিন জনের দাবি, অবৈধ ভাবে তাদের ঘর ভেঙে ফেলা হয়েছে। এখনও হাইকোর্টে ওই মামলা চলছে যার এখনও কোনো রায় বেরোইনি। তারপরেও জোরপূর্বক তার ঘর ভাঙা হয়েছে।ইকবাল হোসেন আরো বলেন অনেক পুরোনো এসডিও কোর্টের একটা অর্ডার নিয়ে আমাদের দোকান ঘর ভেংগে দিয়েছে।আমরা আমাদের আইনজীবীকে বিষয়টা জানিয়েছি,হাইকোর্টের প্রতি আস্থা রয়েছে আমাদের।যদিও মাসুদ মোল্লা বলেন আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন কাজ করছে আমার কিছুই বলার নেই,আমার আদালতের উপর আস্থা ছিল দীর্ঘ দিনের মামলা নিষ্পত্তি হল এদিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct