নিজস্ব প্রতিবেদক, লালগোলা, আপনজন: ঈদ পুজোর মতোই গঙ্গা/পদ্মা ভাঙন যেনো মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব। প্রতিবছরই সামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে, প্রতি বছর ভাঙ্গনে তলিয়ে যায় শত শত বাড়ি, এবার এই ভাঙন ও আতঙ্ক সামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে। লালগোলা বিধানসভার বিলবোরাকোপরা অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে, পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র ১০ মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর। পরিস্থিতি কতটা ভয়ানক ও সমাধানের পথ খুঁজে বের করতে আজ এসডিপিআই-এর রাজ্য ও লালগোলা বিধানসভা নেতৃত্ব পরিদর্শনে যান। ছিলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খাইরূল ইসলাম, লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম সহ বিধানসভা কমিটির সমস্ত সদস্য ও বিলবোরাকোপরা অঞ্চল কমিটির সদস্যবৃন্দ।
নেতৃত্বের পর্যবেক্ষণ এতদিন যাবৎ এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার মূল কারণ হচ্ছে ভাঙনটা মুর্শিদাবাদ জেলায়, এই জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে ও জেলার মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় বলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি আরও বলেন— সমস্ত রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক আহার যোগান দিতে এই ভাঙন পরিদর্শনে আসেন, মোটা মোটা ভাষণ দেন আর ভোট নিয়ে চলে যান এ জেলার মানুষের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct