সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাস্তা বেশিরভাগই ঠিক আছে। প্লাস্টিক রোড করা হচ্ছে। ফলে রাস্তা ভাঙছে না। আমরা ডি সি ট্রাফিককে চিঠি দিয়েছিলাম। তারা একটা তালিকা দিয়েছে। বৃষ্টি জন্য কিছুটা ব্যাহত হচ্ছে রাস্তার কাজ। শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।শুক্রবার আমরা বৈঠক করে বলে দিয়েছি বন্দর যে রাস্তা করবে তারা সেটা লিখে দেবে কারা রাস্তা রক্ষণাবেক্ষণ করছে। পাটুলিতে মেট্রো কাজের জন্য অনেক গাছ কাটা হয়েছে। আমরা আপত্তি জানানোর পর আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলাম। নতুন করে গাছ লাগবে বলে জানিয়েছে মেট্রো রেল। পুজোর সময় সমস্ত বোরো থেকে নিয়ে সদর দফতরে কন্ট্রোল রুম খোলা থাকবে। নিকাশি থেকে নিয়ে জঞ্জাল অপসারণ সহ জল বিভাগের কর্মীরা তৎপর থাকবে। ডি ভি সি অন্যায় করছে। জল ছাড়া ফলে অনেক সমস্যা হচ্ছে। যখন একেবারে শুকনো ছিল তখন আমরা বলেছিলাম যে জলটা ছেড়ে দিন। তখন জল ছাড়েনি । এখন বৃষ্টি হচ্ছে তখন জল ছেড়ে দিচ্ছে। আমি পুলিশকে বলেছি, ব্ল্যাক টপে যাতে ফুটপাথে দখল করে রাখছে। তাদেরকে সরানোর জন্য। হঠাৎ করে বামেদের কোন জায়গায় ইনজেকশন পড়ে গেছে। আসল একটা পদে তারা ১৫ বছর ধরে আঁকড়ে বসে আছে। তাই তাদের এখন রাগ হয়েছে। কলকাতা পৌর সংস্থার রাজ্য সরকারের নিয়ম মেনে চলে। আমি স্বাগত জানাই সরকারি হাসপতালে হচ্ছে গরীব মানুষের চিকিৎসা । গরীব মানুষ বঞ্চিত হচ্ছিল আন্দোলন জেরে। আন্দোলনের জন্য না এন কে ডি এ অনেক মানুষ বাইরে থেকে আসে। তাই সেটা মুছে দেওয়া হয়েছে। আমাদের পরিবেশ কে ঠিক রাখতে হবে। তাই এটা করা হয়েছে। অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে ফিরহাদ বলেন,আমার খুবই আনন্দ যে, আমাদের নেতা বীরভূমে ফিরছেন। সত্যর জয় হয়েছে। বীরভূমের বাঘ বীরভূমের বাঘ হয়ে থাকবে। বাঘ বার হলে বিরোধীরা লেজ তুলে পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি স্কিম আন্তর্জাতিক সম্মান পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার সেটা বুঝতে পারছে না। তাই আমাদের টাকা আটকে রাখছে রূপশ্রী সম্মান নিয়ে বলেন মেয়র। তিনি বলেন পুজো মণ্ডপের উদ্যোক্তাদের বলবো যে ডেঙ্গি - ম্যালেরিয়া নিয়ে একটু মানুষকে সচেতন করতে। বৃষ্টি কমেছে মানুষ কে আরো সতর্ক হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct