আপনজন ডেস্ক: মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরে একদল হিন্দু উন্মত্ত জনতা তিন মুসলিম যুবককে বেধড়ক মারধর করে এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গুলাম দোস্তাগির, মহম্মদ আয়ুব ও আকিফ নামে ওই দুই যুবক একটি পেট্রোল পাম্প থেকে মোটর সাইকেলে করে ফিরছিলেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা তিনজন পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে অন্য এক ব্যক্তিকে আক্রমণ করে উত্তেজিত জনতা। আক্রান্ত দুই যুবক দোস্তগীর ও আইয়ুব বলেন, আমরা দেখেছি হিন্দুত্ববাদী জনতা এক ব্যক্তিকে মারধর করছে। আমরা পথ চলতে গেলে তারা আমাদের বাধা দেয় এবং কোনও কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালায়। আইয়ুব বলেন, উন্মত্ত জনতা তাদের দিকে মনোনিবেশ করার আগেই প্রথমে আক্রান্ত ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর আমাদের হিংস্রভাবে মারধর করা হয় এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে ওই উন্মত্ত জনতা। ওই ঘটনায় তারা
দু’জনেই গুরুতর জখম হয়েছেন এবং সময়মতো হস্তক্ষেপের জন্য পুলিশকে কৃতিত্ব দিয়েছেন তাঁরা। আইয়ুব বলেন, একমাত্র পুলিশই আমাদের রক্ষা করেছে। ঘটনার পর পুলিশ তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
দোস্তাগিরের ভাইকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে তারা এই তিনজনকে টার্গেট করেছিল। এই ঘটনাটি সামাজিক প্রচার মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগের ঢেউ সৃষ্টি করেছে, অনেকে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার এবং বর্ধিত নিরাপত্তা দাবি করেছে। এটি ধর্মীয় সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতাকেও তুলে ধরে, দুর্বল গোষ্ঠীগুলির জন্য দ্রুত আইনি পদক্ষেপ এবং সুরক্ষার আহ্বান ক্রমবর্ধমান জরুরি হয়ে উঠছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct