মোস্তাফিজুর রহমান, যাদবপুর, আপনজন: ‘ভিনি, ভিডি, ভিসি—এলাম, দেখলাম, জয় করলাম।’কার সম্বন্ধে বলা হয়?
মধ্যমেধার পড়ুয়াদেরও ঠোঁটের আগায় থাকে জবাবটা-জুলিয়াস সিজার।তবে,আইএসএলে কে জুলিয়াস সিজার? বঙ্গ ফুটবলপ্রেমীরা একবাক্যে স্বীকার করে নেবেন-মহামেডান, মহামেডান, মহামেডান। আইএসএল আবির্ভাবেই যে খেল দেখালো ব্ল্যাক প্যান্থার্সরা,তা ম্যাচ জয় করতে না পারলেও, দর্শকদের হৃদয় জিতে নিলো।
শনিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার বিপক্ষে প্রথম পয়েন্ট পেল চের্নিশভ,দীপেন্দু বিশ্বাসদের মহামেডান। যদিও প্রথম ম্যাচেই জয়,নিদেনপক্ষে ড্র করে পয়েন্ট পেতে পারতো তারা। কেননা যথেষ্ট দক্ষতার সাথেই খেলছে সাদাকালো যোদ্ধারা।দেখে বোঝার উপায় নেই প্রথম আইএসএল খেলছে।
মহামেডান স্পোর্টিং ক্লাব এদিন তাদের হোম স্টেডিয়াম, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিপক্ষে ৬৬ মিনিটে গতম্যাচের নায়ক অ্যালেক্সিজের গোলে এগিয়ে যায় পেনাল্টি থেকে।
আইএসএলে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম খেলোয়াড় হিসাবে গোল করার ইতিহাস তৈরিও করলেন তিনি।গোলটির পরে সমর্থকদের আনন্দের বিস্ফোরন ঘটে। কিন্তু, দ্বিতীয়ার্ধের ৯৩ মিনিটে সাদিকুর করা গোলে কিছুটা হলেও মহামেডানের আনন্দ ফিকে হয়ে যায়।১-১ গোলে ১ পয়েন্ট করে ভাগ করে নিতে বাধ্য হয় মহামেডান। তবে, মহামেডান যা খেলছে তাতে জয় বোধহয় খুব বেশী দূরে নয়।আজ যে হারে গোল মিস করলো সাদাকালো খেলোয়াড়রা,তাতে করে কাদিরির কথা তাদের পুনরায় মনে পড়বে। যদিও মাঞ্জুকির বদলে আজ প্রথম একাদশে নামা ফ্রাঙ্কা কিন্তু সমর্থকদের জয়োৎসবের আমেজ দিয়ে গেলো,সাথে টেবিলের টপের দিকে থাকার প্রতিশ্রুতিও।
আপনজন: ‘ভিনি, ভিডি, ভিসি—এলাম, দেখলাম, জয় করলাম।’কার সম্বন্ধে বলা হয়?
মধ্যমেধার পড়ুয়াদেরও ঠোঁটের আগায় থাকে জবাবটা-জুলিয়াস সিজার।তবে,আইএসএলে কে জুলিয়াস সিজার? বঙ্গ ফুটবলপ্রেমীরা একবাক্যে স্বীকার করে নেবেন-মহামেডান, মহামেডান, মহামেডান। আইএসএল আবির্ভাবেই যে খেল দেখালো ব্ল্যাক প্যান্থার্সরা,তা ম্যাচ জয় করতে না পারলেও, দর্শকদের হৃদয় জিতে নিলো।
শনিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার বিপক্ষে প্রথম পয়েন্ট পেল চের্নিশভ,দীপেন্দু বিশ্বাসদের মহামেডান। যদিও প্রথম ম্যাচেই জয়,নিদেনপক্ষে ড্র করে পয়েন্ট পেতে পারতো তারা। কেননা যথেষ্ট দক্ষতার সাথেই খেলছে সাদাকালো যোদ্ধারা।দেখে বোঝার উপায় নেই প্রথম আইএসএল খেলছে।
মহামেডান স্পোর্টিং ক্লাব এদিন তাদের হোম স্টেডিয়াম, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিপক্ষে ৬৬ মিনিটে গতম্যাচের নায়ক অ্যালেক্সিজের গোলে এগিয়ে যায় পেনাল্টি থেকে।
আইএসএলে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম খেলোয়াড় হিসাবে গোল করার ইতিহাস তৈরিও করলেন তিনি।গোলটির পরে সমর্থকদের আনন্দের বিস্ফোরন ঘটে। কিন্তু, দ্বিতীয়ার্ধের ৯৩ মিনিটে সাদিকুর করা গোলে কিছুটা হলেও মহামেডানের আনন্দ ফিকে হয়ে যায়।১-১ গোলে ১ পয়েন্ট করে ভাগ করে নিতে বাধ্য হয় মহামেডান। তবে, মহামেডান যা খেলছে তাতে জয় বোধহয় খুব বেশী দূরে নয়।আজ যে হারে গোল মিস করলো সাদাকালো খেলোয়াড়রা,তাতে করে কাদিরির কথা তাদের পুনরায় মনে পড়বে। যদিও মাঞ্জুকির বদলে আজ প্রথম একাদশে নামা ফ্রাঙ্কা কিন্তু সমর্থকদের জয়োৎসবের আমেজ দিয়ে গেলো,সাথে টেবিলের টপের দিকে থাকার প্রতিশ্রুতিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct