আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন ডিভাইসে আরো অনুপ্রবেশের জন্য চীন-নির্দেশিত হ্যাকারদের একটি বটনেট প্রচারণা যুক্তরাষ্ট্র শনাক্ত করে সেটিকে সরিয়ে দিয়েছে।বুধবার ওয়াশিংটনে একটি সাইবার সামিটে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে তার ভাষায় ফ্ল্যাক্স টাইফুন বিঘ্নিত হওয়ার ঘোষণা দিয়ে এটিকে বেইজিংয়ের বৃহত্তর প্রচারণার অংশ হিসেবে অভিহিত করেছেন। রে বলেন, হ্যাকাররা ইন্টেগ্রিটি টেকনোলজি গ্রুপ নামে একটি তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠানের ছদ্মবেশে কাজ করে বিভিন্ন করপোরেশন, গণমাধ্যম সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে। তিনি বলেন, ‘তারা ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহার করেছিল। এবার তারাএকটি বটনেট তৈরি করতে ওই রকম কয়েক হাজার ডিভাইস ব্যবহার করে, যা হ্যাক করতে এবং গোপনীয় ডেটা সংগ্রহ করতে সহায়তা করেছিল। কিন্তু গত সপ্তাহে যখন এফবিআই মিত্রদের সাথে এবং আদালতের নির্দেশে কাজ করে, বটনেটের নিয়ন্ত্রণ নেয় এবং হ্যাকাররা ব্যাকাপ সিস্টেমে সুইচ করার চেষ্টা করলে তাদের ধাওয়া করে তখন ফ্ল্যাক্স টাইফুনের কার্যক্রম ব্যাহত হয়। ভোল্ট টাইফুন রাউটার, ফায়ারওয়াল এবং ভিপিএন হার্ডওয়্যারসহ অফিস নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর মূল আবাস গুয়ামের যোগাযোগ অবকাঠামোতে অনুপ্রবেশ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct