আমীরুল ইসলাম, বোলপুর আপনজন: অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গত ২০২২ সালের ১১ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরে নিজের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন দিল্লির তিহার বন্দী ছিলেন। প্রথমে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলাতে ১০ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন।সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগেই বীরভূমে ফিরবেন অনুব্রত মণ্ডল। এই খবর পৌঁছাতে বোলপুরে খুশির হাওয়া। জামিনে মুক্ত অনুব্রত মণ্ডলের খবর শুনে বীরভূম জেলা সভাধিপতি বলেন সত্যের জয় হল। অনুব্রত মণ্ডল কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করে রাখা হয়েছিল। আজকে তিনি জামিনে মুক্তি পেলেন । অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ছিলেন আছেন এবং থাকবেন । কাজল শেখ জানান তাকে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলায় আনা উচিত।তাই আন্তর্জাতিক বোলপুর শহরে মিষ্টিমুখ করালেন পথচারী ও সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকদের। কাজল শেখ জানান অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক তিনি ফিরে এসে আবার দায়িত্বভার কাঁধে তুলে নেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct