সঞ্জীব মল্লিক , বাঁকুড়া আপনজন: হাতের চাপে ও গরুর ক্ষুরে উঠে আসছে নবনির্মিতরাস্তার পিচ, পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে ৪ ঘন্টা আটকে থাকলেন উচ্চ পদস্থ আধিকারিকরা । গ্রামের ৬ কিলোমিটার কাঁচা রাস্তা সম্প্রতি পাকা করা হয়। রাস্তা তৈরীর কাজ এক মাসও হয়নি। তার মাঝেই হাতের চাপে উঠে আসছে পিচের চাঙড়। রাস্তা দিয়ে গরু চলাচল করলে গরুর ক্ষুরে উঠে আসছে রাস্তার পিচ। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করার ফলেই এমন ঘটনা এই অভিযোগ বারেবারে জানিয়ে আসছিলেন গ্রামের মানুষ। এবার সেই একই অভিযোগকে সামনে রেখে সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করতে যাওয়া উচ্চ পদস্থ আধিকারিকদের গ্রামে প্রায় ৪ ঘন্টা আটকে রেখে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ভাঙাহার গ্রামে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবী ছিল বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের সঙ্গে হীড়বাঁধ ব্লকের চাকাডোবা পর্যন্ত ৬ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা হোক। সম্প্রতি ওই রাস্তা পাকা করার জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মোটা অঙ্কের টাকা বরাদ্দ করে। ঠিক হয় রাস্তার কিছু অংশ পিচ ও কিছু অংশ কংক্রিটের তৈরী করা হবে। বরাত পাওয়া ঠিকা সংস্থা কাজও শুরু করে। বর্তমানে সেই কাজ একেবারে শেষের মুখে। এই অবস্থায় গতকাল দুপুরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা রাস্তার কাজ পরিদর্শনে যান। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ভাঙাহার গ্রামের বাসিন্দারা। উচ্চ পদস্থ আধিকারিকদের গাড়ি আটকে লাগাতার ৪ ঘন্টা ধরে বিক্ষোভ করেন এলাকাবাসী। গ্রামবাসীদের দাবী যে রাস্তা নির্মাণ করা হয়েছে তার মান অত্যন্ত নিম্ন। শুধু হাতের চাপেই উঠে আসছে পিচের চাঙড়। গরু চলাচল করলে গরুর পায়ের ক্ষুরে আটকে যাচ্ছে রাস্তার পিচ। অবিলম্বে ওই রাস্তা ভেঙে ফেলে পুনরায় তা নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার ও উচ্চ পদস্থ আধিকারিকরা গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে রাস্তার বিভিন্ন অংশের বেহাল অবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তবে তাঁদের আস্বাস রাস্তাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কাজ শেষ হওয়ার আগেই সমস্যা মিটিয়ে ফেলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct