আসিফা লস্কর , বকখালি আপনজন: কলকাতার কাছে পিঠে পর্যটনের অন্যতম পিঠস্থান বকখালি। বকখালি সমুদ্রের টানে প্রতিবছর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পর্যটক এরা ছুটে আসে বকখালি পর্যটন কেন্দ্রে। বকখালীর সেই পর্যটন কেন্দ্রে পর্যটক ব্যবসার নাম করে দিনের পর দিন রম রমিয়ে চলতো মদচক্রের আসর। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর তথ্য আসার পর, বৃহস্পতিবার রাতে সেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ বকখালি পর্যটন কেন্দ্রে একটি আভিজাত্য হোটেলে আচমকায় হানা দেয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশের একটি দল। পুলিশি হানায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো হোটেল ব্যবসার নামে মধুচক্র। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) কৌস্তভাদিত্য আচার্য জানিয়েছেন, হোটেলে মধুচক্রে জড়িত পাঁচজনকে হাতেনাতে ধরা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct