জে হাসান , বারুইপুর আপনজন: দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় নরেন্দ্রপুর থানা এলাকায় হাইকোর্টের এক আইনজীবীর শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার এক। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হল তার জেল হেফাজতের নির্দেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত কাজের জন্য স্বামীর সাথে বেরিয়ে ছিলেন নির্যাতিতা। তিনি ও তার স্বামী দুজনেই আইনজীবী। হঠাৎই বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়ায় স্বামী স্ত্রী দুজনে মিলে হেঁটে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় নরেন্দ্রপুর থানা এলাকার শিমুলতলায় বেশ কয়েকজন যুবক তার ছবি তোলেন এবং তাকে উদ্দেশ্য করে নোংরা ইঙ্গিত করেন ও অশালীন মন্তব্য করেন। স্বামী প্রতিবাদ করায় স্বামীকেও একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই অভিযোগের ভিত্তিতে উত্তম গোপ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct