জিয়াউল হক , চুঁচুড়া আপনজন: হুগলি চুঁচুড়া পৌরসভায় বর্তমানে বড়সড় অস্থিরতা দেখা দিয়েছে। বেশ কয়েক মাস ধরেই পৌরসভার ক্যাজুয়াল লেবারদের অভিযোগ যে তাদের মাইনে সঠিক সময়ে পরিশোধ করা হচ্ছে না। প্রতি মাসেই তাদের আন্দোলন করতে হচ্ছে বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে। সাম্প্রতিক সময়ে এই সমস্যার কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আজ ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কর্মীরা পূজোর বোনাস ও বকেয়া বেতনের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে বসে পড়েন। তাদের স্পষ্ট দাবি ছিল, আজই তাদের সমস্ত বকেয়া মেটাতে হবে। তবে দীর্ঘ আলোচনার পরও তাদের দাবির কোনো সুরাহা হয়নি।
ফলস্বরূপ, কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মবিরতি পালন করবেন। তারা জানিয়েছেন, যেসব দপ্তর জরুরি পরিষেবা প্রদান করে, সেগুলোকে ব্যতিক্রম হিসেবে রাখা হবে। এজন্য মহকমুা শাসককে চিঠি দিয়ে জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো অবগত করে কর্মবিরতি পালন করা হবে।
কর্মীদের এই পদক্ষেপ পৌরসভার পরিষেবাগুলোর উপর বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পরিচ্ছন্নতা, জল সরবরাহ, এবং অন্যান্য মৌলিক পরিষেবায়। পৌর কর্তৃপক্ষের সাথে কর্মীদের বিরোধ যদি দ্রুত মিটিয়ে ফেলা না হয়, তবে নাগরিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct