অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট আপনজন: বেতন বৃদ্ধির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বার্ন ডিজিস কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের সদস্যরা লিখিত আকারে তাঁদের দাবি পত্র জেলা শাসকের নিকট তুলে ধরেন। তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের আওতায় প্রায় ১৫ জন করে ভিবিডিসি(ভিএসটি/ভিসিটি)কর্মী রয়েছেন।ভিবিডিসি প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন কাজের জন্য তাঁরা ১৭৫ টাকা দৈনিক মজুরি হিসেবে সম্মানিত পান। অভিযোগ সান্মানিক বৃদ্ধির জন্য বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হয়েছেন তাঁরা।
সম্প্রতি এপ্রিল মাস থেকে ভিআরপিদের সান্মানিক বৃদ্ধি করা হলেও সেই তালিকায় তাঁদের নাম নেই। এর ফলে এদিন এই সমস্যার সমাধানের জন্য জেলা শাসকের কাছে তাঁরা লিখিত আকারে ডেপুটেশন দেন। ডেপুটেশন কর্মসূচির আগে এদিন সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমা হন এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁদের একটি প্রতিনিধি দল লিখিত আকারে ডেপুটেশন জমা দেন জেলা শাসকের দপ্তরে।
এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বার্ন ডিজিস কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সম্পাদক মিজানুর রহমান জানান, ‘বেতন বৃদ্ধির দাবিতে আজ আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবার জন্য উপস্থিত হয়েছি। রাজ্য ব্যাপী সমস্ত জেলাশাসকের দপ্তরে আজ আমাদের এই ডেপুটেশন কর্মসূচি চলছে। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের সামিল হব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct