আপনজন: দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশকিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। বৃহস্পতিবার থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল। জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট।দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথীপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকার রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সবে মিলিয়ে বন্যার জল কমতে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। অন্যদিকে, ফুঁসছে ভাগীরথী, বাড়ল জলস্তর।পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগ কারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল ফেরি ও ভেসেল চলাচল।হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরি ঘাটে। তবে রাত বাড়তেই বাড়লো জ্লস্তর। ফেরিঘাট সহ পার্শবর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকল ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট শুক্রবার ভোর রাত থেকে নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনিদিষ্ট কালের জন্য বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ববর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপর দিকে এই ফেরি ঘাটের উপর নির্ভর নদিয়ার ৩ টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধে হওয়ার চরম দুর্ভোগ দেখা দিচ্ছে।
যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, হটাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। সব সময় আমাদের ঘাটের তথা অংভ্যলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে। তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা নদিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে বিকল্প কোন ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন। অর্থাৎ সবমিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct