এম মেহেদী সানি , গাইঘাটা আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০২৩-২৪ আর্থিক বর্ষে সেরার শিরোপা পেল ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েত ৷ জানা গিয়েছে গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৩ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷
কাজের নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত ৷ এই সাফল্যে গর্বিত প্রধান সুভাষ রঞ্জন হালদার, গ্রাম পঞ্চায়েতের ইএ কিংশুক অধিকারী, সেক্রেটারি বঙ্কিমচন্দ্র মন্ডল সহ গোটা পঞ্চায়েতের সদস্য-সদস্যা এবং কর্মচারীরা ৷
প্রধান সুভাষ রঞ্জন হালদার বলেন, ‘২০২৩-২৪ আর্থিক বর্ষে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরাই কেবলমাত্র সর্বোচ্চ ৭৯.৬৮ শতাংশ অর্থ উন্নয়ন খাতে খরচ করতে পেরেছি ৷ ২০১৮-২৩ সেশানে বিজেপি পরিচালিত ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের স্থান ছিল গাইঘাটা পঞ্চায়েত সমিতির ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সর্বশেষ স্থানে, এবার ২০২৩-২৪ আর্থিক বর্ষে তৃণমূল পরিচালিত বোর্ডের দ্বারা মাত্র এক বছরে ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত সেরা শিরোপা অর্জন করেছে, যা গর্বের বিষয়, আমরা আনন্দিত ৷’ সুভাষ বাবু আরও জানিয়েছেন, বনগাঁ মহাকুমার ৩৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজের নিরিখে ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অবস্থান তৃতীয় এবং উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই পঞ্চায়েতের অবস্থান পঞ্চম ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct