সজিবুল ইসলাম, ডোমকল আপনজন: মুর্শিদাবাদের ডোমকল এরিয়া কমিটির সিপিআইএম এর নেতৃত্বে মিছিল করে এসডিও অফিসে গিয়ে ১৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন জমা দিলেন সিপিআইএমের একটি প্রতিনিধি দল।মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয় এসডিও মোড়ে।এদিনের ডেপুটেশনে মূল যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্য অন্যতম অতিসত্বর পৌরসভা নির্বাচন করতে হবে,একাধিক রাস্তার বেহাল দশা রয়েছে সেই গুলো পুজোর আগেই সারাই করতে হবে। ডোমকল শহর কেন্দ্রীক যে সব ওয়ার্ড গুলো রয়েছে সেই সব ওয়ার্ড গুলোতে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করতে হবে। যোগ্য ব্যক্তিদের সঠিক নিয়মে ঘরের ব্যবস্থা করতে হবে।পৌরসভা এলাকার বার্ধক্য ভাতার ব্যবস্থা করতে হবে।এবং গত সাত বছরের বেশি পৌরসভা নির্বাচন হয়ে গিয়েছে তার পরে প্রশাসক নিয়োগ করা হলেও সঠিক নিয়মে পৌরসভার কাজ হচ্ছে না তাই ,অতিসত্বর পৌরসভার প্রশাসক হিসেবে এসডিও সাহেব কে দায়িত্ব নিতে হবে।
শুক্রবার বিকেলে প্রায় তিন কিলোমিটার পথ মিছিল করে এসডিও মোড়ে পথসভার মাধ্যমে বাম নেতৃতরা বক্তব্য দিতে গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কে বিভিন্ন ভাষায় আক্রমন করেন।এবং ডোমকল পৌরসভার কি উন্নয়ন হয়েছে সেই বিষয়েও কথা ছুড়ে দেন।এদিন ডেপুটেশন ও পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে রানা বলেন আমরা জনগণের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন করতে নেমেছি। কারণ আমরা প্রথমেই পৌরসভায় লিখিত ভাবে ডেপুটেশন জমা দেওয়ার পারমিশন নিলেও পরবর্তীতে চিঠির মাধ্যমে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় যে তাদের ডেপুটেশন নেওয়া হবে না বিশেষ কারণে।এসব রাজনৈতিক প্রতিহিংসা বলে আক্রমন করেন বাম নেতা মোস্তাফিজুর রহমান,তিনি আরো বলেন যদি রাজ্য সরকার পৌরসভা নির্বাচন না করেন তাহলে আমরা আরো বড়ো আন্দলে পথে নামবো বলেও হুশিয়ারি দেন। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে কয়েকশো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct