নিজস্ব প্রতিবেদক, দিল্লি, আপনজন: অবশেষে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার গরু পাচারে ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকা বন্ডে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস এভিনিউ আদালত শুক্রবার এই জামিন মঞ্জুর করেন। ফলে পুজোর আগেই অর্থাৎ আগামী সপ্তাহে তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মন্ডল। এর আগে অনুব্রত মণ্ডলে কন্যা সুকন্যা মণ্ডল জামিন পেয়েছিলেন। গত ২০২২ সালে ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই এবং তারপর ২০২৩ সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেফতার করেছিল ইডি। এই মামলায় অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মন্ডলের ঠাঁই হয়েছিল তিহার জেলে। সম্প্রতি সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত মণ্ডল জামিন পান কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হয়েছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন পেলেন তিনি। দু'বছর আগে বীরভূমের নিচু পট্টি এলাকায় নিজের বাড়ি থেকে সকালবেলা অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন তিনি। অনুব্রতর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি তৃণমূল অপেক্ষা করা হচ্ছিল তার ফেরার জন্য। প্রথমে কন্যা এবং পরে অনুব্রত মণ্ডলের এই জামিন পাওয়ায় মুখে হাসি ফুটেছে অনুব্রত অনুগামীদের। এদিকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন,যেভাবে মামলা করা হয়েছিল এবং মিথ্যে অভিযোগ আনা হয়েছিল তা আদালতে অবশেষে সত্য বলে বিবেচিত হয়নি। তাই প্রথমে তার কন্যা এবং পরে অনুব্রত মণ্ডলকে জামিনে মুক্তি দিয়েছে আদালত আসলে সবের পেছনে ছিল গভীর চক্রান্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct