আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় জলে তোরে ভেসে গিয়ে মৃত্যু হল এক কৃষকের। হঠাৎ নদীতে জল বেড়ে যাওয়ায় জলে ডুবে মৃত্যু হল এক চাষীর। তিন দিনের মাথায় উদ্ধার হল মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বিদ্যুৎ বিশ্বাস, বয়স ৪৬ বছর।কৃষ্ণগঞ্জের খাটুরা গ্রামে। মৃত ব্যক্তির আত্মীয় কৌশিক তরফদার বলেন,গত মঙ্গলবার বিকেলে গরু নিয়ে ইছামতি নদী পার করার চেষ্টা করছিলেন,উল্লেখযোগ্য বিষয় ইছামতি নদীর উৎস মুখে জল নেই ,ইছামতি নদীর বুকের উপর দিয়ে চলে সমস্ত রকম যানবাহন।নদীর বুকে প্রচুর কচুরিপানা তৈরি হয়েছে।হঠাৎ মাথাভাঙ্গা ও চূর্ণী নদীর জল প্লাবিত হয়ে ইছামতি নদীতে প্রবেশ করে।নদীতে ব্যাপক জল বেড়ে যায়,সেই জলে তলিয়ে যাই কৃষক বিদ্যুৎ বিশ্বাস,যদিও তারপর থেকে লাগাতার খোঁজখবর শুরু করে পরিবারের সদস্যরা।দেহ উদ্ধারের জন্য নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে,তবুও উদ্ধার করা সম্ভব হয়নি দেহ। বৃহস্পতিবার দুপুরে অবশেষে বিপর্যয় মোকাবিলা টিমের প্রচেষ্টায়ওই মৃতদেহ উদ্ধার হয়।পরিবারের লোকজন জানাচ্ছেন, বেশ কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে,সেই জল হঠাৎ ইছামতি নদীতে চলে আসে,আর সেই কারণে অকালে প্রাণ গেল তার।জানা যায় বারো মাস এই ইছামতি নদীতে জল থাকে না বললেই চলে,কিন্তু হঠাৎ জল স্তর হু হু করে বেড়ে যায়।দুপুরে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।ঘটনায় শোকাহত গোটা এলাকার মানুষ,পাশাপাশি কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct