নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া, আপনজন: ভোররাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়া জুড়ে। ইতিমধ্যেই এনডিআরএফ এর দুটি টিম উদ্ধার কার্যে লেগেছে, জেলা পুলিশ সুপার জেলাশাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা।
যে সমস্ত এলাকার ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায়, শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই, আমার অনেকে সেটুকু আনতেও সময় পাননি। জল ঢোকার দশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সঙ্গে আছে না কোন খাওয়ার না পানিও জল। বাচ্চাদের কে খাওয়ার এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছেন না অসহায় বাবা-মা। স্থানীয় বাসিন্দারা বলছেন ভোটের সময় নেতাদের দেখা মেলে কিন্তু এখন অব্দি কোন নেতা এসে পৌঁছন নি এলাকায়। এমনকি প্রশাসনের তরফ থেকেও কোন সাহায্য মেলেনি। তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার জল এবং ক্ষুধা নিভৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct