নিজস্ব প্রতিবেদক, ডোমকল, আপনজন: তিলোত্তমার মৃত্যুর জন্য আমরাই দায়ী বেফাঁস মন্তব্য তৃণমূলের যুবনেতার, ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে ডোমকলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার ডোমকল পুরনো বিডিও মোড়ে এলাকায়।ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু সেলের একটি আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তৃণমূলের এক যুবনেতা। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলেন তিলোত্তমার মৃত্যুর জন্য আমরাই দায়ী,কিন্তু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে একাধিক রুগীর মৃত্যুর দায় কার,আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ডোমকল বিধানসভা জুড়ে।
তৃণমূলের যুব নেতার মন্তব্য কে সাধুবাদ জানিয়েছেন সিপিআইএম এর ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে রানা,তিনি আরো বলে তৃণমূলের এত নেতা কর্মীদের মধ্য যে যুবনেতা সৎসাহস দেখিয়ে স্বীকার করেছে যে তিলোত্তমার মৃত্যুর জন্য তারা দায়ী ,সেই দাবি আমরা প্রথম থেকেই করে আসছি যে কলকাতার আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস দায়ী, স্বাস্থ্য মন্ত্রী পুলিশ মন্ত্রী সর্বোপরি রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সব ঘটনা জানার পরেও সবাই চুপ করে আছে কিন্তু যুব নেতা সঠিক কথা বলে দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানায়। একিই ভাষায় ডোমকল ব্লক কংগ্রেস নেতা তহিদুল ইসলাম বলেন দেরি হলেও তৃণমূলের যুব নেতা স্বীকার করেনিয়েছে।তার জন্য আমরা ওই যুব নেতাকে সাধুবাদ জানাই। তবে এখন দেখার যে তার সত্যি বলার জন্য তার যে পদ রয়েছে সেই পদ থাকে কি না সেই আশঙ্কাও করেন কংগ্রেস নেতা।যদিও ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রেন্টু মন্ডল বলেন এটা ভুল করে বেরিয়ে গেছে,অল্পবয়সী ছেলে ভুল করে বলে ফেলেছে,আগামীতে এমন ভুল হবে না বলেও জানান তৃণমূল নেতা।এদিনের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাওসার,টাউন তৃণমূল কংগ্রেসে সভাপতি কামরুজ্জামান মন্ডল,সংখ্যালঘু সেলের সভাপতি, ব্লক তৃণমূলের সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct