আপনজন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার সংসদ গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল, আসাদউদ্দিন ওয়াইসি-সহ একাধিক সদস্য। এদিনের
বৈঠকে কমিটি ওয়াকফ সংশোধনী বিলের উপর কয়েকজন বিশেষজ্ঞসহ পাটনার চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফৈজান মুস্তাফা, পসমন্দা মুসলিম মাহাজ এবং অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতামত বা পরামর্শ শোনেন।
উল্লেখ্য, যৌথ সংসদীয় কমিটিও ২০ সেপ্টেম্বর একটি বৈঠক করবে যেখানে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আজমিরের অল ইন্ডিয়া সাজ্জাদানশীন কাউন্সিল, দিল্লির মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এবং ভারত ফার্স্ট পরামর্শ শুনবে।
এর আগে কিছু সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জগদম্বিকা পাল বলেছিলেন, ১৮, ১৯ এবং ২০ সেপ্টেম্বর যৌথ সংসদীয় কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। তবে আমাদের কয়েকজন সদস্য বলেছেন যে গণেশ চতুর্থী ১৭ তারিখে এবং মহারাষ্ট্রে ঈদ-ই-মিলাদের শোভাযাত্রা বের করা হচ্ছে। এ কারণে বৈঠক স্থগিত করা হয়। জানানো হয় পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ ও ২০ সেপ্টেম্বর ওয়াকফ সংশোধনী বিল বিষয়য়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার বৈঠক হয়।
ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ পরীক্ষা করার জন্য যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) চতুর্থ বৈঠক ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) পদস্থ আধিকারিকরা যৌথ সংসদীয় কমিটির সামনে একটি উপস্থাপনা পেশ করেন। জাকাত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং তেলেঙ্গানা ওয়াকফ বোর্ড সহ বেশ কয়েকটি স্টেকহোল্ডার ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কে তাদের মতামত, পরামর্শ এবং মৌখিক প্রমাণ পেশ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct