সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি , রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারল না , এই মুহূর্তে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ , চরম আতঙ্কে সাধারণ মানুষরা।
সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর , সমিতিমানা , পান্ডে পাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন। একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমিতি মানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গেছে। পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারল না।
সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে। চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের। প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোন সমস্যা না হয় সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct