আপনজন ডেস্ক: রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা। গণমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। শিগগিরই এই নির্দেশনা কার্যকর হবে।
মঙ্গলবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সতর্কমূলক বিবেচনার পর আমরা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে এই নির্দেশনা দিয়েছি। বিদেশি হস্তক্ষেপসহ নানা কার্যকলাপের জন্য বিশ্বব্যাপী আমাদের অ্যাপে আরটিসহ অন্যান্য মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে আরটি কর্তৃপক্ষ। আরটির নিউজ বুলেটিনে বলা হয়েছে, আরটি কর্তৃপক্ষ এবং রাশিয়া সামগ্রিকভাবে গত কয়েক দিনে এ নিয়ে ব্যাপকভাবে আসা অভিযোগগুলো অস্বীকার করেছে।
ওয়াশিংটনে রুশ দূতাবাস এবং স্পুটনিক নিউজ এজেন্সির মালিক রসিয়া সেগোদনিয়া এ ব্যপারে মন্তব্য করতে রাজি হননি।
এরআগে ১৪ সেপ্টম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই নির্দেশনা দেন। একই সঙ্গে আরটিকে ‘রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রকৃত হাত’ বলেও অভিযোগ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct