দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদাতে বারো মাসের বেতন দিতে হবে, ঈদ এবং দুর্গাপূজায় মিড ডে মিল কর্মীদের বোনাস দিতে হবে সহ মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি। বুধবার দুপুরে মালদা টাউন হলের সামনে থেকে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভমণ চত্বরে। এরপর জেলা শাসকের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। এবিষয়ে পশ্চিমবঙ্গ মিডডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা বলেন,পুজোর প্রাক্কালে একগুচ্ছ দাবীতে মালদায় আন্দোলন করা হয় সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিডডে মিল কর্মী ইউনিয়নের সদস্যের তরফে। আন্দোলনের অঙ্গ হিসেবে ৮ দফা দাবীতে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় জেলাশাসকের দপ্তরে। যে সমস্ত দাবী ডেপুটেশন পেশ করা হয় তারমধ্যে মিডডে মিল কর্মীদের বছরে ১২ মাসের বেতন প্রদান, উৎসব ভাতা প্রদান, মিডডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, অবসরকালীন অনুদান প্রদান, মিডডে মিলে বরাদ্দবৃদ্ধি ছিল অন্যতম। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ মিডডে মিল কর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা মনিকা দাস সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct