আপনজন ডেস্ক: কিংবদন্তি রসিকে যে কোচের পদ থেকে ছাঁটাই করেছে এএস রোমা! আজ তাঁকে বরখাস্ত করার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
সিরি ‘আ’র নতুন মৌসুমে শুরুটা একেবারেই বাজে হয়েছে রোমার। ইতালির রাজধানীর ক্লাবটি লিগে প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখেনি। ৪১ বছর বয়সী ডি রসির দল ড্র করেছে কালিয়ারি, জুভেন্টাস ও জেনোয়ার সঙ্গে; নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে হেরে গেছে এমপোলির কাছে। ওই চার ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছে রোমা।
মৌসুমের শুরুতেই এমন মলিন পারফরম্যান্সের কারণেই বরখাস্তের খড়্গ নেমে এল ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপর।
বিবৃতিতে এএস রোমা জানিয়েছে, ‘আমরা ঘোষণা করছি যে ড্যানিয়েল ডি রসিকে মূল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সর্বোত্তম স্বার্থে ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন মৌসুম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যত দ্রুত সম্ভব, আমরা কাঙ্ক্ষিত পথে ফিরতে চাই।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct