সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, আপনজন: হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে চন্ডীতলা থানার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী বিদ্যাসাগর অডিটরিয়ামে শুরু হলো সাইবার পাঠশালা।এই সাইবার পাঠশালার উদ্বোধন করলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার। উপস্থিত ছিলেন চন্ডীতলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ’ জয়ন্ত পাল, সাব ইন্সপেক্টর মউ হীরা সাইবার ক্রাইম, সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জী, মৌসম চক্রবর্তী সাইবার ক্রাইম, সাব ইন্সপেক্টর সোমদেব পাত্র, রথীন্দ্রনাথ ঘোষ, কৌশিক পাল। এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীতলা ২ নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস সহ একাধিক প্রশাসনিক ব্যক্তি। বর্তমান দৈনন্দিন যুগে সোশ্যাল মিডিয়া গ্রাস করেছে আমাদের সকলকেই ৮ থেকে ৮০ সকলেই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আর সেখানে ভুল ব্যবহারে বাঁধছে বিপত্তি আর সেই বিপত্তি আরো কয়েকগুণ বাড়ছে ছোট ছোট ছেলে মেয়েদের।আর সেই বিপত্তি দূর করতে দেব-দূত এর মতন আবির্ভাব হল হুগলি গ্রামীণ পুলিশের সাইবার টিম। আজ হাতে-কলমে দেখানো হলো এবং শেখানো হল সোশ্যাল মিডিয়া কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct