সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: স্কুলছুটদের স্কুলে ফেরানো এবং প্রতিটি শিশু যাতে স্কুলমুখী হয় সেই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক নিমাই মালি। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালি। এলাকার অধিকাংশ মানুষজন তপশিলী ও তপশিলী উপজাতি সম্প্রদায়ের। দিনআনা দিন খাওয়া পরিবার। সেই সমস্ত পরিবারের অনেক ছেলে মেয়ে স্কুলছুট। আবার অনেকেই স্কুলে যায়না। এলাকায় রয়েছে সরকারী অনুদান প্রাপ্ত ‘চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০৩ জন ছাত্র ছাত্রী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সৌজন্যে সুন্দরবনের বুকে এই বিদ্যালয় অত্যাধুনিক মানের। স্কুলে তৈরী হয়েছে কিচেন গার্ডেন,বসানো হয়েছে সিসি ক্যামেরা,রয়েছে ডিজিটাল কম্পিটার ক্লাস,স্বয়ংক্রিয় বেল,ইন্টারকম টেলিফোন সিস্টেম,ছাত্রছাত্রীদের পরিচয়পত্র।
এলাকার স্কুলছুট ছাত্রছাত্রী সহ অন্যান্য কচিকাঁচাদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় হাজির হলেন চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক নিমাই মালি। স্কুলছুট ছাত্রছাত্রীদের বাড়িতে হাজীর হয়ে তাদের কে স্কুলমুখী করার উদ্যোগ নেন। আচমকা পাড়ায় পাড়ায় প্রধান শিক্ষক কে দেখে অনেক স্কুলছুট ছাত্র ছাত্রী ভয়ে কাঁচুমাচু হয়ে যায়। এমন কি তাদের পরিবার পরিজনেরাও। এমত অবস্থায় তাদের অসুবিধার কথা শুনে উপায় বাতলে দিয়ে স্কুলমুখী করার প্রয়াস জানান প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।এমন অভিনব উদ্যোগ প্রসঙ্গে চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মালি জানান, ২৬ সেপ্টেম্বর শ্রদ্ধেয় বর্ণপরিচয় এর রুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সেই উপলক্ষে ‘চলো স্কুলে যাই অভিযান’ কর্মসূচি শুরু হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct