সাবের আলি, বড়ঞা, আপনজন: গভীর রাতে দ্বারকা নদের মিরহাটি ও ঝাঁঝড়া গ্রামের কাছে নদী বাঁধ ভেঙে প্লাবিত পদমকান্দি ও ঝিল্লি পঞ্চায়েতের একাংশ। প্লাবিত হয়েছে, ভরত পুর, খড়গ্রাম, বড়ঞা তিনটি ব্লকের কয়েকটি মৌজার কৃষি জমি। দ্বারকার কাটা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত কাদিগ্রাম। গতবছর বাঁধ ভেঙে গেলেও প্রশাসনিক জটিলতার কারণে ওই বাঁধের মেরামত করতে পারেনি সেচ দপ্তর। ব্রাহ্মণী নদীর যাদবপুরের নদী বাঁধে ফাটল। মেরামত করছে সেচ দপ্তর। দ্বারকা নদের জল ঘের বাঁধ ভেঙে খড়গ্রামের পারুলিয়া পঞ্চায়েতের পলাসি গ্রামে ঢুকেছে।
শ্লুইস গেট ভেঙে কুয়ে নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙারপুর গ্রামের একাংশ। জলমগ্ন হয়েছে ওই এলাকার কৃষিজমি থেকে প্রায় ২০০টি বাড়ি। পরে মেরামত শুরু করে সেচ দপ্তর। কুয়ে নদীর জলে প্লাবিত বড়ঞা থানার সোনাভারুই কয়থা মজলিশপুর ভড়োয়া ইত্যাদি এলাকা। জল উঠে ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়কের জলের তলায় মজলিশপুর এর কাছে । দুর্গত বাসিন্দারা গুড়ের কড়াইয়ে চেপে অথবা দলবেধে একে অপরকে ধরাধরি করে যাতায়াত করছেন। জলস্ফিতির জেরে মিশে গেল কুয়ে নদী ও ময়ূরাক্ষী নদী ভরতপুর থানার ইব্রাহিমপুরের কাছে। কুয়ে নদীতে তলিয়ে গেল এক ইটভাটার শ্রমিক। ভরতপুর থানার আঙারপুর গ্রামের কাছে। বিপর্যয় মোকাবিলা বিপর্যয় কর্মিরা স্পিড বোড নিয়ে খোঁজ শুরু করলেও দুইদিন কেটে গিয়েছে। দেহ মেলেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct