সুব্রত রায়, কলকাতা, আপনজন: আরজিকর কান্ডের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। আগেই তাকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। যে নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছিল তা অতিক্রান্ত হয়ে বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু সন্দীপ ঘোষের পক্ষ থেকে সেই শোকজের কোন জবাব না দেওয়ায় বুধবার আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। ইতিমধ্যে তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রথমে আর্থিক দুর্নীতির ব্যয় গ্রেপ্তার করার পর সিবিআই আরজি করে তরুণী পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে তাকে গ্রেফতার করে। বর্তমানে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল দুজনেই রয়েছেন সিবিআই হেফাজতে। টালা থানার অতিরিক্ত ওসি পল্লব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। টালা থানা ও আর জি কর ফাঁড়ির আরো ৮জন অফিসারকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিবিআই। টালা থানার ধৃত ওসি অভিজিৎ মন্ডলের স্ত্রী সংগীতা মন্ডল কেও সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষন জেরা করে সিবিআই। অন্যদিকে মঙ্গলবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে টানা ২০ ঘন্টা তল্লাশি চালিয়ে প্রচুর নথি নিয়ে গভীর রাত দুটো নাগাদ ফিরে যায় ইডি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct